লালমাই উপজেলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন   |   জেলার খবর

লালমাই উপজেলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কামাল হোসেন:

কুমিল্লার লালমাই উপজেলায় "স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২ নভেম্বর বেলা ১২টায় উপজেলা পরিষদ মাঠে  উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন, লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মৌসোনা ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: ফাহমিদা আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : এনামুল হক। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: শাহীন,মহিলা বিষয়ক কর্মকর্তা মো : রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সঞ্চালনায় ছিলেন সহকারী সমাজ সেবা কর্মকর্তা মো : তাজুল ইসলাম। 

এ সময় বিসিএসআইআর প্রতিনিধিদল তাদের চলমান গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং উদ্ভাবনী কার্যক্রমের ওপর সাবলীল ভাষায় বিস্তারিত ভাবে তুলে ধরেন। স্থানীয় পর্যায়ে প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। এসময় বিভিন্ন উদ্ভাবনীর ১৫ টি স্টল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ইউএনও সহ অতিথি বৃন্দ।

জেলার খবর এর আরও খবর: