কুষ্টিয়া শহরের মাহতাব প্লাজার ৩টি স্বর্ণের দোকানে চুরি

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন   |   জেলার খবর

কুষ্টিয়া শহরের মাহতাব প্লাজার ৩টি স্বর্ণের দোকানে চুরি


সজীব নন্দী (কুষ্টিয়া উপজেলা প্রতিনিধি) : কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এলাকার মাহতাব প্লাজার ৩টি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ৩১ অক্টোবর সকালে দোকান মালিকরা দোকান খোলার সময় শাটার উঁচু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।


চুরির ঘটনায় জানাগেছে, মার্কেটের বাথরুমের দরজার নিচ দিয়ে সকাল পৌনে আটটার দিকে মুখ বাধা অবস্থায় ২ জন যুবক ভেতরে প্রবেশ করে। এরপর তারা সমির চেইন হাউস, ব্রাদার্স জুয়েলার্স ও সরকার জুয়েলার্সের শাটার ফাঁকা করে দোকানের মধ্যে থাকা স্বর্ণ ও রুপার গহনা নিয়ে একই পথ দিয়ে বাইরে বেরিয়ে যায়। এই ঘটনায় তিন ব্যবসায়ীর প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

চুরির ঘটনায় কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

জেলার খবর এর আরও খবর: