দুবলায় শুরু শুঁটকি মৌসুম, জীবনের ঝুঁকি নিয়ে সাগরে ১০ হাজার জেলে
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন | জেলার খবর
সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট):
উপকূলীয় জেলা বাগেরহাটের সুন্দরবনের দুবলারচর ও আশপাশের চরে শনিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে শুঁটকি মৌসুম। দেশের ৮০ ভাগ শুঁটকি উৎপাদনে অংশ নিতে প্রায় ১০ হাজার জেলে ও বহদ্দার কড়া নিরাপত্তায় অস্থায়ী শুঁটকি পল্লীতে পাড়ি জমিয়েছেন।
সুন্দরবন বিভাগ জানিয়েছে, এ মৌসুমে ৯০০ অস্থায়ী ঘর, ১০০টি ডিপো ও ৮০টি দোকানের অনুমোদন দেওয়া হয়েছে। জেলেরা কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ বিভিন্ন এলাকা থেকে এসে সাময়িক বসতি গড়ছেন।
জেলেরা অভিযোগ করেছেন, বনদস্যুদের উৎপাত ও ঋণের বোঝায় তারা উদ্বিগ্ন। রামপাল মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাকির শেখ বলেন, “ঋণ করে এই ব্যবসায় আসি, তবু সরকারি কোনো সহায়তা পাই না।চ্
পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও রেজাউল করিম চৌধুরী বলেন, “বন্যপ্রাণী শিকার বা গাছ কাটা নিষিদ্ধ। গত মৌসুমে ৬.৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল, এবার ৮ কোটি টাকার আশা করছি।"
