ওসমানীনগরে প্রাইভেটকার ও হবিগঞ্জগামী বাসের মুখোমুখি সংঘর্ষ বাবা-মেয়ে নিহত

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন   |   জেলার খবর

ওসমানীনগরে প্রাইভেটকার ও হবিগঞ্জগামী বাসের মুখোমুখি সংঘর্ষ বাবা-মেয়ে নিহত

শিব্বির আহমদ, (ওসমানীনগর, সিলেট): সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশের দয়ামীর মাদ্রাসার পাশে হবিগঞ্জগামী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। আজ শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলার খাদিমপুর গ্রামের প্রাইভেট কার চালক হারুন মিয়া ও তার মেয়ে আনিছা বেগম (১২)।

আহতরা হলেন-একই গ্রামের মুকিত মিয়া (৩৫), রাহিমা খাতুন (৩০), পান্না বেগম (২৩) ও মুন্নি আক্তার (২৩)। পুলিশ সুত্রে জানা যায় তারা সবাই একই পরিবারের।

খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের উদ্ধার করে।  জানা যায়, দয়ামীর এলাকায় সিলেট হতে হবিগঞ্জগামী হবিগঞ্জ বাস ও গোয়ালা বাজার হতে সিলেটগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক হারুন মিয়া ঘটনাস্থলে নিহত হন।


শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। বর্তমানে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলার খবর এর আরও খবর: