বুচনা জালের প্রভাবে মাছ শূন্য শরনখোলা

 প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন   |   জেলার খবর

বুচনা জালের প্রভাবে মাছ শূন্য শরনখোলা


সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট):

উপকূলীয় উপজেলা শরনখোলার নদনদী, খালে বিলে এখন আগের মতো মাছ মিলছে না। স্থানীয় জেলেরা অভিযোগ করছেন, নিষিদ্ধ বুচনা জালের ব্যবহারেই নদী এবং জলাশয়ের জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সূক্ষ্ম এই জালে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ায় প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে, ফলে নদীতে মাছের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।


সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেকেই গোপনে বুচনা জাল ব্যবহার চালিয়ে যাচ্ছেন। এতে প্রকৃত জেলেরা বিপাকে পড়েছেন, অনেকে বাধ্য হয়ে পেশা পরিবর্তনের কথাও ভাবছেন।


স্থানীয় মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, “প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে জাল তুলে ফেললেও কয়েকদিন পর আবার নতুন জাল পেতে দেয়। এ সমস্যা রোধে প্রথমে জনগণকেই সচেতন হতে হবে।”

জেলার খবর এর আরও খবর: