কিশোরী অপহরনের ১০ দিন, ২লক্ষ টাকা চাঁদা দাবি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন | জেলার খবর
আবদুল্লাহ আল মামুন (সাতক্ষীরা )
সাতক্ষীরার আশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি। উল্টো অপহরনকারীরা মেয়েটির পরিবারের সদস্যদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে।
অভিযোগ জানা গেছে আশাশুনির খড়িয়াটী গ্রামের আব্দুর রউফ সরদারের ১৫ বছর বয়সী কন্যাকে বিভিন্ন সময়ে কু প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার পীর আলী সরদারের লম্পট পুত্র গোলাম কিবরিয়া। কিন্তু মেয়েটি রাজি না হওয়ায় গত ২২অক্টোবর মাদ্রাসায় যাওয়ার পথে কিশোরী ছুরাইয়া সুলতানা লাকীকে লম্পট গোলাম কিবরিয়া তার সহযোগীদের সহায়তায় জোরপূর্বক অপহরন করে নিয়ে যায়। এর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। লম্পট কিবরিয়া ও তার সহযোগিরা কিশোরী লাকীকে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। এঘটনায় আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে কিশোরী লাকীর পিতা। যার নং ১৩১২, তাং- ২৭/১০/২৫। পরবর্তীতে স্থানীদের মাধ্যমে খবর পেয়ে কিবরিয়ার পরিবারে কাছে অপহরনের বিষয়ে কথা বলতে ভুক্তভোগীর পিতা আব্দুর রউফসহ পরিবারে সদস্যদের মারপিট করে গুরুতর আহত করে।
এছাড়া স্বজনদের কাছে -০১৮৫৫ ৪৪৩৭২০ নাম্বার থেকে কিবরিয়া “২লক্ষ টাকা চাঁদা দাবি করে বলছেন টাকা না দিলে মেয়ে মাংস মেপে নিও” মর্মে হুমকি দিচ্ছেন বলেন অভিযোগ করেছেন মেয়েটির পরিবার।এদিকে ১০ দিন অতিবাহিত হলেও কিশোরী লাকীর কোন সন্ধান না পেয়ে তার মাতাসহ পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। অবিলম্বে মেয়েটিকে উদ্ধার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সাথে যোগাযোগ করলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ঘটনা শোনার জন্য আশাশনী ওসি তদন্তকে (০১৩২০১৪২৩৩৬) ফোন দিলে তিনি বলেন একটু সময় দেন কাগজ পএ দেখে বলছি । আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন বলেন, পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করেছে। আমরা উদ্ধারে চেস্টা চলছে। আশা করছি খুব দ্রুতই উদ্ধার করতে পারবো।
