শরণখোলায় গাছের চাপায় দিনমজুরের মৃত্যু
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন | জেলার খবর
সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট): বাগেরহাটের শরণখোলায় গাছের নিচে চাপা পড়ে মো. সুলতান হাওলাদার (৬৭) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের জলের ঘাট বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান হাওলাদার একই গ্রামের মৃত মো. নাদের হাওলাদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে একটি বড় গাছ কাটতে গিয়ে গাছটি তার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই ব্যাংকার মো. শহিদুল ইসলাম জানান, সুলতান হাওলাদার দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করতেন। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় পুরো পরিবার শোকে ভেঙে পড়েছে।
শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
