সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে ৭ শিকারী আটক

 প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন   |   জেলার খবর

সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে ৭ শিকারী আটক

সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট):

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকায় হরিণ শিকারের প্রস্তুতিকালে সাতজন শিকারীকে আটক করেছে বনবিভাগ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে শরণখোলা স্মার্ট টিম-১ এর সদস্যরা টিম লিডার দিলীপ মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে।


আটকরা হলেন—রামপালের মনোজ পাল, মুজিবুর রহমান, মুনাফ আলী মোল্লা, মোজাম্মেল শেখ, খান তামিম, ওহিদ মল্লিক এবং মোংলার আলী হোসেন। তাদের কাছ থেকে দুটি ট্রলার, ১০০টি হাটা ফাঁদ, মই জাল, করাত, কন্টেইনার, ড্রাম, ত্রিপল ও রান্নার সরঞ্জাম জব্দ করা হয়।


সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলারচরের রাস পূজা উপলক্ষে পূণ্যার্থীর ছদ্মবেশে তারা বনে প্রবেশ করে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। আটক সাতজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

জেলার খবর এর আরও খবর: