নেত্রকোনায় পপুলার লাইফ ইন্সুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ইসলামী ডিপিএস প্রকল্পের কল্যাণপুর সার্ভিস সেলের আওতাধীন নেত্রকোনা জেলার দুর্গাপুর শাখায় বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মৃত গ্রাহক মোহাম্মদ আব্দুল জব্বারের মৃত্যুদাবির চেক তাঁর ছেলে খাইরুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মোতাসিম বিল্লাহ, এজিএম ও ইনচার্জ, কল্যাণপুর সার্ভিস সেল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ হাবিবুর রহমান এবং গাভিনা শাখার ইউনিট ম্যানেজার মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বীমা কেবল একটি আর্থিক সহায়তা নয়, এটি পরিবারের জন্য এক মানবিক নিশ্চয়তা, যা বিপদের সময়ে আর্থিক সুরক্ষা ও মানসিক শান্তি এনে দেয়।
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি সবসময় গ্রাহকের আস্থা ও কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। মৃত্যুদাবি পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার নৈতিক ও মানবিক দায়বদ্ধতা পূরণে অঙ্গীকারবদ্ধ বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
