জনসংযোগে ব্যস্ত ঢাকা-৭ আসনের মনোয়ন প্রত্যাশী জননেতা মীর নেওয়াজ আলী

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন   |   রাজনীতি

জনসংযোগে ব্যস্ত ঢাকা-৭ আসনের মনোয়ন প্রত্যাশী জননেতা মীর নেওয়াজ আলী


আগামী সংসদীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে শক্ত অবস্থান গড়ে তোলার লক্ষ্যে ঢাকা ৭ আসনের মনোয়ন প্রত্যাশী জননেতা মীর নেওয়াজ আলী নিরবে কাজ করে যাচ্ছেন। ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ আসন ঢাকা-৭। বুড়িগঙ্গা তীরের নবাবি ঢাকার ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল এ অঞ্চল। লালবাগ, চকবাজার, হাজারীবাগ, বংশাল, কোতোয়ালির কিছু অংশ নিয়ে গঠিত (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩-৩৩ ও ৩৫-৩৬-এর আংশিক অঞ্চল) আসনটি এখনো ঐতিহ্য টিকিয়ে রেখেছে। লালবাগের কেল্লা, আহসান মঞ্জিলের মতো প্রাচীন স্থাপত্য, ঐতিহাসিক স্থান ও পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ ব্যবসায়িক এ এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল বাজছে। সম্ভাব্য প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন নির্বাচনি প্রচারণায়। বিলবোর্ড, ফেস্টুন, পোস্টারে ঢেকেছে পুরো এলাকা। মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা।

এ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের অন্যতম বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।  তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক। এর আগে তিনি যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি ছিলেন।  মীর নেওয়াজ আলী নেওয়াজ ঢাকা কলেজের সবুজ চত্বর থেকে রাজপথ,রাজপথ থেকে কারাগার, জনগণ ও ভোটের অধিকার, গণতন্ত্র এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য বুক চিতিয়ে জীবনের মায়া ত্যাগ করে যিনি সর্বময় লড়াই সংগ্রাম করেছেন। রাজপথ থেকে জনতার কাতারে সামিল হয়েছেন, পর্যায়ক্রমে হয়ে উঠেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব। 

শ্রীনগরের ইতিহাসখ্যাত এক শিক্ষিত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান  মীর নেওয়াজ আলী নেওয়াজ। মীর নেওয়াজ আলী নেওয়াজ এর বড়ভাই কবি , লেখক ও গবেষক হাসমী আল মাহমুদ ।  হাসমী আল মাহমুদ  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে বিভিন্ন সময়ে সফরসঙ্গী হয়ে কাজ করেছেন। তার আরেক ভাই ছিলেন  ছাত্রদল প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য,  ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি, ২৬ নং ওয়ার্ডের (আজিমপুর) একাধিকবারের নির্বাচিত কমিশনার।  আরেক ভাইও ঢাকা কলেজ ছাত্রসংসদের ভিপি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক "সাধারণ সম্পাদক"  ও বর্তমানে  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োজিত আছেন। 

দলের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী এই নেতা বলেন, ‘দীর্ঘদিন স্বৈরাচার হাসিনা আমাদের নানাভাবে নির্যাতন করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সবকিছু ধ্বংস করে দিয়েছে। আমাকে যদি দল প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় তাহলে এ অঞ্চলে আমি সর্বোচ্চ স্থিতিশীলতা আনার চেষ্টা করবো। একটি নিরাপদ এলাকা গড়ে তুলতে কাজ করবো। নতুন বাংলাদেশ গড়ার যে ৩১ দফা, সেগুলো বাস্তবায়নের চেষ্টা থাকবে।’


রাজনীতি এর আরও খবর: