গ্রামীণ পল্লীবিদ্যুতে এখনো ডিজিটালের ছোঁয়া নেই, রিডিং চলছে মোটা খাতায়
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন | জেলার খবর
সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট):
ডিজিটাল বাংলাদেশের যুগেও বাগেরহাটের শরণখোলাসহ বিভিন্ন গ্রামীণ এলাকায় পল্লীবিদ্যুৎ সমিতির কাজ এখনো পুরোপুরি ডিজিটাল হয়নি। এখনো গ্রাহকদের বিদ্যুৎ মিটার রিডিং হাতে লেখা হয় সেই পুরোনো মোটা খাতায়।
শহরে যেখানে স্মার্ট মিটার ও অনলাইন বিল ব্যবস্থায় সেবা সহজ হয়েছে, সেখানে গ্রামের লাইনম্যানরা প্রতিমাসে বাড়ি বাড়ি ঘুরে রিডিং লিখে নিচ্ছেন হাতে। এতে সময় যেমন বেশি লাগে, তেমনি ভুলের আশঙ্কাও থেকে যায়।
স্থানীয় গ্রাহকরা বলছেন, “ডিজিটাল মিটার বসানো হলে বিল হবে সঠিক, ঝামেলাও কমবে।চ্
শরনখোলা পল্লীবিদ্যুতের এজিএম রাগিব আল হাসান জানান, "চাকরির চুক্তিনামায় লাইনম্যনদের ট্যাব দেয়ার নিয়ম নেই। তারা রিডিং লিখে অফিসে এসে অনলাইনে ইনপুট করেন।"
