সুনামগঞ্জে সুনামকণ্ঠ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ০৬:০৬ অপরাহ্ন   |   ভিন্ন খবর


শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):

সুনামগঞ্জে সুনামকণ্ঠ সাহিত্য আড্ডা শুক্রবার (৭ জুলাই) দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য আড্ডায় কবিতা পাঠে সুনামগঞ্জ জেলার নবীণ-প্রবীণ কবি, সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন।  কবি ইয়াকুব বখত বাহলুলের সভাপতিত্বে ও সাংবাদিক শামসুল কাদির মিছবাহর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, কবি ও গীতিকার শেখ এম,এ ওয়ারিশ। সাহিত্য আড্ডায় অংশগ্রহণ ও স্বরচিত কবিতা পাঠ করেন-

মো. সাজাউর রহমান, আফিল হোসেন সাকিল, ইসাক আহমদ, মিসবাউল হাসান, মাহফুজ বিল্লাল মুরাদ, মাজহারুল ইসলাম, আসাদ বিন শফিক, রেজাউল করিম কাপ্তান, কানন দাস জিংকু, গিলেমান আলম, ওবায়দুল হক মিলন, মোছাম্মৎ শামীমা আক্তার প্রমুখ। বিচারকের দায়িত্ব পালন করেন, কবি ও গবেষক শেখ একেএম জাকারিয়া ও অ্যাডভোকেট শাহ আলম মহিউদ্দিন। কবিতা পাঠে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। প্রথম স্থান অর্জন করেন, মাহফুজ বিল্লাহ মুরাদ, দ্বিতীয় রেজাউল করিম কাপ্তান ও তৃতীয় স্থান অর্জন করেন, কানন দাস জিংকু। প্রসঙ্গত, দৈনিক সুনামকণ্ঠ সাহিত্য আড্ডা প্রতি মাসে নিয়মিত অনুষ্ঠিত হবে।


ভিন্ন খবর এর আরও খবর: