প্রশাসনের আশ্বাসে ভাঙ্গায় রোববার পর্যন্ত আন্দোলন স্থগিত

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন   |   জাতীয়

প্রশাসনের আশ্বাসে ভাঙ্গায় রোববার পর্যন্ত আন্দোলন স্থগিত

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি আগামী রোববার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত স্থগিত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা প্রশাসকের অনুরোধে আন্দোলনকারীদের পক্ষে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এই ঘোষণা দেন। বেলা ১২টার দিকে ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সামনে আয়োজিত এক শান্তিপূর্ণ মিছিল শেষে এ ঘোষণা আসে। এদিকে ফরিদপুর-৪ আসনের আওতাধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলনের সপ্তম দিনে মঙ্গলবার সকাল থেকে ভাঙ্গায় কোনো সড়ক অবরোধ কর্মসূচি দেখা যায়নি। তবে বিভিন্ন পয়েন্টে অবস্থান আন্দোলনকারীদের অবস্থান দেখা গেছে। থেমে থেমে মিছিলও করেছেন তারা।


তাছাড়া শহরের প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় টহল দিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতি দেখা গেছে। ফরিদপুরের পুলিশ সুপার জানান, মানুষের স্বাভাবিক চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, গতকালের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পর দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর আগে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়ন কর্তনের প্রতিবাদে সোমবার তৃতীয় দফার লাগাতার অবরোধের দ্বিতীয় দিনে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙ্গা পৌরসভা ও আশপাশের এলাকা। দিনভর বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগে উত্তাল ছিল পুরো এলাকা।


সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে আন্দোলনকারী বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা ইএনও অফিস, নির্বাচন অফিস ও ভাঙ্গা হাইওয়ে থানায় ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ করে। পরে রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম ভাঙ্গা থানা পরিদর্শন করেন।  প্রসঙ্গত গত ৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। ওই ঘটনার পর থেকেই ভাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা। 


জাতীয় এর আরও খবর: