এনএসইউতে আন্তর্জাতিক চীনা ভাষা দিবস ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশ: ১৮ মে ২০২৩, ০৮:৩৮ অপরাহ্ন | ভিন্ন খবর

সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার যৌথ প্রচেষ্টায়, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস, এনএসইউতে কনফুসিয়াস ইনস্টিটিউট এবং এনএসইউ আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব আজ ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আয়োজন করেছে। নর্থসাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি এনএসইউর কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মাজিয়াওয়ানের অনুপ্রেরণামূলক স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন এনএসইউ’র উপ-উপাচার্যড. এম. ইসমাইল হোসেন, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর ইউলি ওয়েন, এনএসইউ-এর কনফুসিয়াস ইনস্টিটিউটের স্থানীয় পরিচালক ড. বুলবুল সিদ্দিকী, এনএসইউ-এর কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মাজিয়া ওয়ান এবং এনএসইউ এপিসির ফ্যাকাল্টি অ্যাডভাইজার ড. সাইফুল ইসলাম।
ইউলি ওয়েন ইউলি ওয়েন বিজয়ীদের অভিনন্দন জানান এবং বহু-সংস্কৃতিও অজানা বিশ্বের অন্বেষণে শিক্ষার্থীদের এই মনোভাব বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, বিজয়ীরা চীন ও বাংলাদেশের মধ্যে গভীর বন্ধুত্ব রক্ষায় ভবিষ্যতে অবদান রাখবে।
এনএসইউ’র উপ-উপাচার্যড. এম. ইসমাইল হোসেন দুইদেশের সভ্যতা এবং আদান-প্রদানের সুবিধার্থে এই ধরনের আয়োজন আরো বেশি করতে উত্সাহ দেন। ড. হোসেন বাংলাদেশ ও চীনের ব্যবধান দূর করতে এবং সম্পর্ক উন্নত করতে এই ফটোগ্রাফি প্রতিযোগিতার প্রশংসা করেন।
এনএসইউ’র কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মাজিয়া ওয়ান মনে করেন প্রতিযোগিতায় প্রদর্শিত ফটোগ্রাফের মাধ্যমে বাংলাদেশী জনগণ চীন সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। তিনি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা এবং পারস্পরিক বোঝাপড়ার লক্ষ্য অর্জনের জন্য কনফুসিয়াস ইনস্টিউটের সাথে কাজ করায় আয়োজকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
ফটোগ্রাফি প্রতিযোগিতায় ১৫জন বিজয়ীকে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পুরস্কার এবং সার্টিফিকেট দেয়া হয়। বিজয়ীদের মধ্যে তিন জন প্রতিনিধি তাদের মনোমুগ্ধকর ছবির পিছনের গল্প এবং অনুপ্রেরণা সবার সাথে ভাগ করেন। তারা আয়োজকদের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি এই আয়োজনকে ঐতিহ্যে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন।