গাজীপুরে সরকারি কর্মজীবী নারী মাকসুদা বেগম সরকারের কাছে বিচার চায়
প্রকাশ: ০৫ মে ২০১৯, ০২:০১ পূর্বাহ্ন | জনদুর্ভোগ

গত ৩০ এপ্রিল গাজীপুর কাপাসিয়া তরগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গাজীপুর কাপাসিয়ায় রুহুল আমিন, তার সন্ত্রাসীবাহিনী এবং কাপাসিয়া থানার দুর্নীতিবাজ ওসি কর্তৃক নিষ্ঠাবান সরকারি কর্মজীবি নারী মাকসুদা বেগমকে নির্যাতন, হুমকি ও হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধন অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাড. মজিবর রহমান, লেখক খালেদ চৌধুরী,স্থানীয় মেম্বার আব্দুল খালেকসহ সমাজের গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা প্রত্যাশা করেন ,একজন সমাজকর্মী ও সরকারী কর্মজীবী নারীর পাশে দাড়ানোর লক্ষ্যে সরকারের পাশাপাশি সাংবাদিক ভাইদের সহযোগিতা করা উচিত।