বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা সবদিনই চাপের মুখে

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন   |   সম্পাদকীয়

বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা সবদিনই চাপের মুখে
ভিন্নমত ও বৈচিত্র্যই গণতান্ত্রিক সমাজের শক্তি। গণমাধ্যম সেই বৈচিত্র্যের প্রধান বাহন। সত্য কথা বলার সাহস দেখায় স্বাধীন সাংবাদিকতা। স্বাধীন সাংবাদিকতা কেবল সাংবাদিকদের পেশাগত অধিকার নয়; এটি নাগরিকের জানার অধিকার এবং রাষ্ট্রের জবাবদিহির পূর্বশর্ত। তবে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা সবদিনই চাপের মুখে। চাপ শুধু রাষ্ট্র বা ক্ষমতাকেন্দ্র থেকে আসছে তা নয়; নানা সামাজিক ও প্রাতিষ্ঠানিক শক্তিও এখানে প্রাধান্য বিস্তার করেছে। এই চাপ আরও বেশি ঘনীভূত হয়েছে সাংবাদিক ও গণমাধ্যমের ভেতরের অনৈক্যের কারণে। রাজনৈতিক বিভাজন, আদর্শিক দ্বন্দ্ব, মালিকদের স্বার্থ, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা—সব মিলিয়ে সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরেই বিভক্ত। আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বনির্ভরতা, নৈতিক মানদণ্ড এবং পেশাগত আচরণবিধি শক্তিশালী না হলে পরিবর্তনও সম্ভব নয়।
(এহছান খান পাঠান, সম্পাদক, দৈনিক অর্থনীতির কাগজ।)

সম্পাদকীয় এর আরও খবর: