রাজনৈতিক দলগুলো এনজিও নয়, তারা ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করে

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৪:২৭ অপরাহ্ন   |   সম্পাদকীয়

রাজনৈতিক দলগুলো এনজিও নয়, তারা ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করে

এহছান খান পাঠান :

আমরা কেবল সরকারের কাছে গণতন্ত্র চাই। কিন্তু নিজেরা আচরণের কোনো পরিবর্তন করি না। যে যেখানে যতটুকু দায়িত্ব পেয়েছেন সেই চেয়ারকে তারা একক ক্ষমতার শীর্ষে নেওয়ার চেষ্টা চালান।  সম্মিলিত এই স্বৈরতান্ত্রিক মানসিকতারই প্রতিফলন ঘটে জাতীয় জীবনে।  সর্বাগ্রে নিজেকে গণতান্ত্রিক হতে হবে, অন্যের মতকে গুরুত্ব দিতে হবে। তবেই সম্ভব একটি গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করা।

রাজনৈতিক দলগুলো এনজিও নয়। তারা ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করে।  তাই ক্ষমতায় যাওয়ার মধ্যে কিংবা যেতে চাওয়ার মধ্যে দোষের কিছু নেই। কিন্তু সেখানে জনমানুষকেই সবার আগে স্থান দিতে হবে।  এমনকি রাজনৈতিক দল চালাতে গিয়েও দিতে হবে গণতন্ত্রের পরিচয়।

বাংলাদেশের রাজনীতিতে পরমতসহিষ্ণুতা এবং পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাসের যথেষ্ট অভাব রয়েছে।  পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতেই একটি আস্থার সম্পর্ক তৈরি হয়। পরস্পরের প্রতি আস্থা বিশ্বাস এবং শ্রদ্ধাবোধ না থাকলে সেখানে গণতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত হয়। ফলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করাও অসম্ভব হয়ে পড়ে।  



(এহছান খান পাঠান : নির্বাহী সম্পাদক , দৈনিক অর্থনীতির কাগজ ও সম্পাদক , কিংসনিউজ২৪.কম)


সম্পাদকীয় এর আরও খবর: