বর্ষার শুরুতেই পঞ্চগড়ে সর্বোচ্চ বৃষ্টিপাত ২৩০ মিলিমিটার

 প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১২:২২ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

বর্ষার শুরুতেই পঞ্চগড়ে সর্বোচ্চ বৃষ্টিপাত ২৩০ মিলিমিটার


মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড় ) :


এবারে বর্ষার শুরুতেই ভারি বৃষ্টিপাত হচ্ছে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে। জেলার তেঁতুলিয়া উপজেলায় গত ২৪ ঘণ্টায় ২৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) তেঁতুলিয়া আবহাওয়া অফিস এ বৃষ্টিপাত রেকর্ড করে।

জানা যায়, বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ভারি বর্ষণ হয়েছে। এছাড়া গত চার দিন ধরেই এ জেলায় মাঝারি বর্ষণের সঙ্গে বজ্রপাত হয়েছে। এ সময়ের মধ্যে বজ্রপাতে জেলায় দু'জনের মৃত্যু হয়েছে। ভারি বৃষ্টিপাতের ফলে জেলার অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সে কারণে এ অঞ্চলে ভারি বর্ষণ হচ্ছে। এ ভারি বর্ষণে নদী, খাল-বিলে পানি বেড়েছে। পুকুর, ডোবা, খাল-বিলে পানি টইটম্বুর হওয়ার কারনে পানিতে পড়ে শিশু মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত এক সপ্তাহে জেলায় চার শিশুর মৃত্যু হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্  জানান, আজ শুক্রবার সকালে তেঁতুলিয়ায় ২৩০ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৮২ মিলিমিটার ও বুধবার ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


ভিন্ন খবর এর আরও খবর: