প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিদ্যা বিকাশ পাঠাগারের বিনামূল্যে বই বিতরণ

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫০ অপরাহ্ন   |   জেলার খবর

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিদ্যা বিকাশ পাঠাগারের বিনামূল্যে বই বিতরণ


লালমাই উপজেলা প্রতিনিধি:


কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারের জন্য বিনামূল্যে বই উপহার দিয়েছে বিদ্যা বিকাশ নামে একটি সংগঠন। শিশু শিক্ষার্থীদের বহুমুখী করতে এবং বিদ্যালয়গুলির পাঠাগারের কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ সিনহার নিকট গল্প, উপন্যাস, কবিতা, ইতিহাসসহ বিভিন্ন বিষয়ের ১৪০ টি বই হস্তান্তর করেন লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন। এসময় বিদ্যালয়ের শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শিশু শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে আনন্দিত সংগঠন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের চোখেও ছিল নতুন বই পাওয়ার উচ্ছ্বাস।


নতুন বই হাতে পেয়ে মনোযোগ সহকারে বইটি পড়তে দেখা যায় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির বিজয় কে। তার অনুভুতি জানতে চাইলে সে জানায়, 'আমার গল্পের বই পড়তে ভালো লাগে, মাঝেমধ্যে পাঠাগারে এসে বই পড়ি। এখন থেকে নিয়মিত বই পড়ব। আজ বই উপহার পেয়ে আমি খুব আনন্দিত।’


লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন,‘বই শিশুর বুদ্ধিমত্তা বৃদ্ধি ও মনের সুপ্ত ভাবনার বিকাশ ঘটাতে সহায়তা করে। শিশু বয়স থেকেই শিক্ষামূলক বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। যত পড়বে, তত জানবে, না পড়লে জানতে পারবে না। তোমাদের জানার জন্য 'বিদ্যা বিকাশ' বিনা মূল্যে বই বিতরণ করছে। আমরা বিদ্যা বিকাশের এমন প্রশংসনীয় উদ্যােগকে সাধুবাদ জানাই এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই'।

পাঠাগারের উদ্যােক্তা লন্ডন প্রবাসী সাইফ মিঠু বলেন, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে সরকার পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে শেখার এবং জ্ঞান অন্বেষণের সুযোগ সীমিত। তুলনামূলকভাবে শহরের ছাত্ররা গ্রন্থাগার, স্কুল-পরবর্তী কার্যক্রম, এবং প্রযুক্তির সুবিধা পেয়ে থাকে। এই বৈষম্য তাদের শিক্ষাগত ও ব্যক্তিক উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। গল্পের বই, কমিক্স, এবং রূপকথার গল্পসহ বিভিন্ন সাহিত্যের অভাব তাদের পড়ার আনন্দ এবং সমৃদ্ধি থেকে বঞ্চিত করে। ফলে, তাদের পড়াশোনা প্রধানত পরীক্ষায় পাস করার উপরই কেন্দ্রেীভূত থাকে। শিশুদেরকে আনন্দ দেবে এবং চারপাশের পৃথিবী সম্পর্কে একটি সাধারণ ধারণা দেবে এমন কিছু বইয়ের একটি তালিকা তৈরী করা হয়েছে। সমাজ, ইতিহাস, ধর্ম, বিজ্ঞান, নৈতিক গল্প, অনুপ্রেরণাদায়ক ব্যক্তিদের জীবনী, রূপকথা, বিজ্ঞান কল্পকাহিনী এবং অন্যান্য বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকছে এ পাঠ্যক্রমে। আমরা বিশ্বাস করি, এই ধরনের বই পাঠের সুযোগ তাদের জ্ঞান বাড়ানোর পাশাপাশি পড়া-লেখার প্রতি আরো আগ্রহী করে তুলবে। জানা যায়, লালমাই উপজেলার ৬৭ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়গুলিতে পাঠাগারের কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে, সকল প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যা বিকাশের অর্থায়নে বিনামূল্যে বই বিতরণ করার কথা রয়েছে। এ পর্যন্ত সংগঠনটি ৯ টি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্য  বই বিতরণ করেছে।

জেলার খবর এর আরও খবর: