চাঁদপুর ইউনিয়নের তিহামি তাসনিম ও নাওমী তাবাসসুম মেডিক্যালে চান্স পেয়েছে

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন   |   সফলতার গল্প

চাঁদপুর  ইউনিয়নের তিহামি তাসনিম ও নাওমী তাবাসসুম মেডিক্যালে চান্স পেয়েছে

কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চাঁদপুর  ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ওয়াহেদুল হকের ছেলে তিহামি তাসনিম ঢাকার মুগদা মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে। এছাড়া কুশলীবাসা গ্রামের কেএম রবিউল ইসলাম এর মেয়ে নাওমী তাবাসসুম হবিগঞ্জ মেডিকেল কলেজ  এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে। ইউনিয়নবাসীর পক্ষ থেকে  তিহামি তাসনিম ও নাওমী তাবাসসুমকে   শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন মো. রুকনুজ্জামান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় এর অধীনস্থ  তথ্য অধিদফতরে কর্মরত মো. রুকনুজ্জামান  তিহামি তাসনিম ও নাওমী তাবাসসুম এর অনাগত ভবিষ্যতের সার্বিক সফলতা কামনা করেন।


সফলতার গল্প এর আরও খবর: