জাহানাবাদ ও রূপসী বাংলা ট্রেন দু'টির স্টপেজ চায় মুকসুদপুরবাসী
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন | জেলার খবর
মেহের মামুন (মুকসুদপুর, গোপালগঞ্জ) :
ঢাকা-বেনাপোল-ঢাকা এবং ঢাকা-খুলনা-ঢাকা রুটে সম্প্রতি চালু হওয়া আন্তঃনগর জাহানাবাদ এবং রূপসী বাংলা ট্রেন দুটির গোপালগঞ্জ জেলার প্রবেশদ্বার মুকসুদপুর স্টেশনে স্টপেজ (বিরতি) এর দাবিতে স্বপ্নপুর আজ (২৮ ডিসেম্বর) একটি শান্তিপূর্ণ মানব বন্ধনের আয়োজন করে! কুমার নদের তীর ঘেষা মোট তিনটি উপজেলার (মুকসুদপুর, নগরকান্দা ও সালথা) কয়েক লক্ষাধিক জনসাধারণকে ট্রেন পরিসেবা থেকে বঞ্চিত করার প্রতিবাদে শনিবার সকাল ১১.৩০ টায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজিত মানব বন্ধনে স্বপ্নপুরের মুখপাত্র মাহমুদ সিমান ভৌগলিক, অর্থনৈতিক এবং ঐতিহ্যগত বিবেচনায় মুকসুদপুরে আন্তঃনগর ট্রেনের স্টপেজ (বিরতি) এর গুরুত্ব তুলে ধরেন এবং যথাশীঘ্র বিষয়টি কার্যকর করার জন্য জোর দাবী জানান। অনুষ্ঠানে স্বপ্নপুরের উপদেষ্টা মারুফ হোসেন, অর্থ সম্পাদক এনায়েত হোসেন, সদস্য প্রবিন কুমার পাল রতন, রাফসান সরদার, মাসুমা সোমা, অমি কাজীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্বপ্নপুর ঢাকা-খুলনা-ঢাকা এবং ঢাকা-বেনাপোল-ঢাকা রুটে সম্প্রতি চালু হওয়া জাহানাবাদ এবং রূপসী বাংলা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন দু'টোকে স্বাগত জানায়।