ঢাকায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য

আজ রাজধানী ঢাকায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ঢাকা অঞ্চলের উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স-এর বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক এবং মাঠপর্যায়ের কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে নির্ধারিত বীমা দাবির চেক হস্তান্তর করা হয়, যা কোম্পানির গ্রাহকসেবার প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার পরিচায়ক। প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, "পপুলার লাইফ ইনস্যুরেন্স সবসময় গ্রাহকদের পাশে রয়েছে এবং সময়মতো দাবির নিষ্পত্তি করাই আমাদের অঙ্গীকার। গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিই আমাদের মূল শক্তি।"তিনি আরও বলেন, “বাংলাদেশে জীবন বীমা খাতের বিকাশে আমাদের কোম্পানি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। মাঠপর্যায়ে কর্মীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে আমরা গ্রাহকসেবার মান আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বিশেষ অতিথি বি এম শওকত আলী তাঁর বক্তব্যে বলেন, “ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি সেবা প্রদানে গুণগত পরিবর্তন আনার জন্য প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। বীমা খাতকে আরও গতিশীল ও জনবান্ধব করতে আমাদের নানামুখী উদ্যোগ অব্যাহত থাকবে।”
আলোচনাসভায় ব্যবসা বৃদ্ধির কৌশল, নতুন পলিসি উন্নয়ন, গ্রাহকসম্পর্ক উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবার পরিসর বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানের শেষে সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।