গাজীপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন | অর্থ ও বাণিজ্য

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের গাজীপুর সার্ভিস সেল কার্যালয়ে মেয়াদোত্তীর্ণ বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির আল-বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের মহাব্যবস্থাপক (উন্নয়ন) ও প্রকল্প ইনচার্জ মরিয়ম আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এবং আল-বারাকা ইসলামী বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক প্রমুখ।
ব্যবসা পর্যালোচনা সভা শেষে প্রধান অতিথি বি. এম. শওকত আলী মেয়াদোত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর করেন।