রাজ লস্করকে খুজে পাওয়া যাচ্ছে না

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ০৫:১৭ পূর্বাহ্ন   |   জনদুর্ভোগ

রাজ লস্করকে খুজে পাওয়া যাচ্ছে না

রাজ লস্কর (১১) পিতা: শরিফুল লস্কর মার্ভেলাস ল্যবরেটরি স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। উত্তর আরিসপুর, গাজীবাড়ী টঙ্গীবাড়ী এলাকাস্থ স্কুল থেকে বাসায় ফিরেনি। তার পরনে ছিল নেভি বুলু গেঞ্জি , জিন্স প্যান্ট এবং চামড়ার স্যান্ডেল।

রাজ লস্কর তিন ফিট ৬ ইঞ্চি লম্বা। গায়ের বর্ণ শ্যামলা। মুখ গোলাকৃতির, ডান চোখের ভ্রুতে কাটা দাগ আছে। এ মর্মে টঙ্গী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে । যার নম্বর- ১৭৬৫।
কারো নজরে আসলে দয়া করে ০১৯১৫৩৭৮৫৭৫ (শরিফুল -বাবা) / ০১৬৩০৫৪৫৪২৮ (কনা-খালা) /০১৭৪২৫৯৩১১৭(শফিকুল-চাচা ) নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।

জনদুর্ভোগ এর আরও খবর: