সরাইলে পানি বন্দী থেকে মুক্তির দাবিতে মানববন্ধন
প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন | জনদুর্ভোগ
মোজাম্মেল পাঠান (সরাইল, ব্রাহ্মণবাড়িয়া ) :
ব্রাহ্মণবাড়িয়া সরাইল সদর ইউনিয়ন নিজ সরাইল গ্রামের এলাকাবাসীর উদ্যোগে আবর্জনা ময়লা দুর্গন্ধ পানি নিষ্কাশনের দাবিতে গত বৃহস্পতিবার মানববন্ধন করা হয়।মোহাম্মদ হাদেম আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ আজিম,হুমায়ুন শাহ,রাজু শাহ,বাদল খান প্রমুখ। বক্তব্যে বলেন এলাকার কিছু স্বার্থান্বেষী প্রভাবশালী ব্যক্তিগন দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলে সরকারি হাল ভরাট করে কিছু স্হাপনা নির্মাণ করাতে প্রায় একশত পরিবারের পানি নিষ্কাশনের চলাচলের পথ বন্ধ হয়ে যায় । এতে এলাকাবাসী দুর্যোগ ও দুর্গন্ধ ছড়াতে থাকে এলাকার একশত পরিবার ঘর বন্দি হয়ে পড়ে, হাদেম আলী বক্তব্যে আরও বলেন গত বছর ইউ এন ও মোঃ মোশারফ হোসাইনের কাছে একটি স্মারকলিপিও দিয়েছিলাম তাতেও কোন কাজ হয়নি, আজ আমরা এলাকাবাসী মানববন্ধনের কর্মসূচি করতে বাধ্য হলাম।এর পরও যদি প্রশাসন আমাদের এই অসহনীয় দুর্গন্ধ পানি বন্দী থেকে মুক্ত না করে পরবর্তীতে আমরা আরও বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব।
