বিনামূল্যে ‘এসি ক্লিনিং সার্ভিস’ দিচ্ছে ওয়ালটন

 প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন   |   বিজ্ঞান ও প্রযুক্তি

বিনামূল্যে ‘এসি ক্লিনিং সার্ভিস’ দিচ্ছে ওয়ালটন


দেশজুড়ে বিনামূল্যে ‘এসি ক্লিনিং সার্ভিস’ দিচ্ছে ওয়ালটন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে একমাস। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ওয়ালটন কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেরা বিক্রয়োত্তর সেবার অঙ্গীকার’ স্লোগানে শুরু হওয়া ক্যাম্পেইনের আওতায় এ সেবা দেওয়া হচ্ছে, যার উদ্দেশ্য ‘ব্র্যান্ড লয়ালিটি’ বৃদ্ধি ও গ্রাহকদের সন্তুষ্টি অর্জন। এদিন রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কো-অর্ডিনেটর তানভীর আঞ্জুম বলেন, “ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ‘ফ্রি সার্ভিসিংয়ের’ আওতায় গ্রাহকরা শুধু এসি ‘ক্লিনিং’ সুবিধা পাবেন। কোনো যন্ত্রাংশ প্রয়োজন হলে ওয়ারেন্টি নীতিমালা অনুযায়ী গ্রাহকদের খরচ বহন করতে হবে।”

একজন গ্রাহক একাধিক এসির জন্য একাধিক সার্ভিস গ্রহণ করতে পারবেন। তবে ক্যাম্পেইন চলাকালে একটি এসির জন্য শুধু একবার এই সেবা নিতে পারবেন গ্রাহক।

ক্যাম্পেইনের আওতায় ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কেনা সব এসির ‘ক্লিনিং সার্ভিস’ শতভাগ ফ্রি। আর এর আগে কেনা সব এসির ‘ক্লিনিং সার্ভিসে’ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকগণ। সুবিধাটি পেতে গ্রাহকরা ১৬২৬৭ ও ০৮০০০০১৭২৭৭ টোল ফ্রি নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করতে পারবেন।




বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর: