লালমাই উপজেলায় মেডিকেল রিপ্রেজেনটেটিভ হলেন ডাক্তার, দন্ড দিলেন ইউএনও
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন | জেলার খবর

কামাল হোসেন:
কুমিল্লার লালমাই উপজেলায় শামীম আহমেদ সুমন নামে এক ভুয়া চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার ৫ অক্টোবর সন্ধ্যায় উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আটিটি বাজারে সৌরভ মেডিকেল নামে ঔষধ দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।
দণ্ডপ্রাপ্ত শামীম আহমেদ সুমন পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামের মিয়াজী বাড়ির মৃত সৈয়দ আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ঔষধ কোম্পানীর প্রতিনিধি হিসেবে চাকরি করেছেন। গত কয়েক বছর ধরে তিনি আটিটি বাজারে ডাক্তার পরিচয়ে চেম্বার করে রোগীর চিকিৎসা দিয়ে আসছেন।
অভিযানে সহযোগিতায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট রিয়াজুল ইসলাম ও লালমাই থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, ভুয়া ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার অপরাধে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী শামীম আহমেদকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং ভোক্তার সাথে প্রতারণামূলক সেবা প্রদান করে ঔষধ ব্যবসা পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী শাহজালাল নামে ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।