লালমাইয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন   |   জেলার খবর

লালমাইয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়


কামাল হোসেন:


সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় মহোৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের  নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার লালমাই উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাগমারা দক্ষিণ বাজারস্থ উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে  উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুন নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ (লালমাই, নাঙ্গলকোট) নির্বাচনী আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি  মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত। 


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের আমীরে জামায়াত যে বক্তব্য দিয়েছেন তার পর থেকে আমরা আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো। আমরা বিশ্বাস করি আমরা একই দেশের নাগরিক সবাই আমরা মানুষ। সুতরাং এখানে ধর্মের কোন দেয়াল থাকতে পারেনা। এই জন্মভূমি যেমন আমার আবার আপনারও, এই মাটি আমার আবার আপনারও, আপনারা জানেন যখন কোন ঘটনা ঘটে তখন জামায়াতের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়। 


এসময় তিনি আরো বলেন, আপনারা সকলে সজাগ দৃষ্টি রাখবেন। ঘটনার বিষয়ে পরবর্তীতে যখন পত্রিকা গুলো অনুসন্ধানী রিপোর্ট তৈরি করে তখন দেখা যায় জামায়াতে ইসলামী এই সমস্ত ঘটনার সাথে জড়িত না। আমরা আদর্শের কথা বলি। রাসুলের আদর্শে আমরা আর্দশিত। আমরা যা বলি তা করি। আমরা যা বলিনা তা করিনা। আপনারা অবশ্যই তার প্রমান পেয়েছেন।

আমরা আপনাদের পাশে সর্বদা রয়েছি। শুধু দিনে নয় গভীর রাতেও যদি আমাদের কাউকে মুঠোফোনে কল করে আপনার বিপদের কথা জানান আমরা সেখানে গিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ। 


উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইমাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি লালমাই উপজেলার সাবেক সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক,বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বাবু খোকন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুমন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক শম্ভু রায়, জামায়াত নেতা আব্দুল ওয়াদুদ তালুকদার, বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো: ইকবাল হোসাইন প্রমুখ।

জেলার খবর এর আরও খবর: