লালমাইয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন   |   জেলার খবর

লালমাইয়ে  লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ


কামাল হোসেন:


রবিবার (৫ অক্টোবর) কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।  এসময় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম, দৈনিক একুশে সংবাদের সম্পাদক ও লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, দেবিদ্বার শাখার সভাপতি ইয়াছিন মুন্সী, অর্থ সম্পাদক মেহেদী হাসান মারুফ, সদস্য সাদমান তাসিন প্রমুখ।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনটির সব সদস্যই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। তাঁরা দেশের ৬৪ জেলায় পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে গাছের চারা বিতরণ করছেন। এই বছর তাদের লক্ষ্য ৫০ হাজার গাছের চারা বিতরণ। শিক্ষার্থীদের গাছের চারা হাতে নিয়ে মাদক, বাল্যবিয়ে ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার বার্তা দেন সংগঠনের সদস্যরা।

জেলার খবর এর আরও খবর: