ফরিদপুরে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সরকারি খামারের সক্ষমতা বাড়াতে কর্মশালা

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন   |   জেলার খবর

ফরিদপুরে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সরকারি খামারের সক্ষমতা বাড়াতে কর্মশালা

 

নাজিম বকাউল (ফরিদপুর) : 


ফরিদপুরে ২০২৫-২৬ আর্থিক সালে সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার  ফরিদপুরের শহরতলীর পূর্বগঙ্গাবর্দী মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্রে জেলা মৎস্য ভবনে দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ মনিরুল ইসলাম। 

জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৫-২৬ আর্থিক সালে সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ মশিউর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পরিচালক হারুনুর রশিদ, মৎস্য প্রশিক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্রের অধ্যক্ষ মাহবুব হোসেন প্রমুখ। কর্মশালায় জেলার মৎস্য চাষীরা অংশ নেয়।

এ সময় জেলার মৎস্য চাষ বাড়াতে মৎস্য চাষীদের আধুনিকরণ প্রযুক্তি ব্যবহার সহ নানাবিধ ব্যবস্থাপনার কথা উল্লেখ করা হয়। 


জেলার খবর এর আরও খবর: