ভুলইন দক্ষিণ ইউনিয়ন জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন   |   জেলার খবর

ভুলইন দক্ষিণ ইউনিয়ন জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত


বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা-১০ (লালমাই, নাঙ্গলকোট) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত বলেছেন, জুলাই সনদের আইনি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ অনেকগুলো রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করছে। পুরাতন বন্দোবস্ত বাতিল করে নতুন করে পি.আর. পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করতে হবে, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং গ্রাউন্ড নিশ্চিত করতে হবে। অবিলম্বে জুলাই সনদের আইনি বাস্তবায়ন না করা হলে আবারও এদেশের ছাত্র জনতা রাজপথে নেমে আসবে।


শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভুলইন দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ইয়াছিন আরাফাত বলেন, চব্বিশের পাঁচ আগস্টে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর এ দেশবাসী আশা করেছিল তারা নতুন বাংলাদেশের চিত্র দেখবে, রাজনীতি থেকে দুর্বৃত্তায়ন দূর হয়ে যাবে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি  মাদকের ব্যবসাসহ সকল প্রকার অপরাধ সমাজ থেকে দূর হয়ে যাবে। কিন্তু আমরা আশাহত হয়ে লক্ষ্য করলাম এদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল চাঁদাবাজি ছাড়েনি, দখলবাজি ছাড়েনি, টেন্ডারবাজি ছাড়েনি, ধর্ষণ ছাড়েনি, জনগণের প্রত্যাশার প্রতিফলন তারা দেখাতে পারেনি। কিন্তু বিগত দিনে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন শিকার হওয়ার পরও জামায়াতে ইসলামীর কোনো নেতৃবৃন্দ চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিসহ কোনো প্রকার অপরাধের সাথে যুক্ত হয়নি। শত জুলুম নির্যাতনের পরেও আমরা একটি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য নিজেদের বিলিয়ে দিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। 


তিনি আরও বলেন, একজন ভোটারের কাছে আমরা দশবার যাবো, আমরা যেনো তেনো পন্থায় ক্ষমতায় যেতে চাই না, জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে আগামী ফেব্রুয়ারির ভোট বিপ্লবের মাধ্যমে জামায়াতে ইসলামী ক্ষমতায় গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। কেউ কেউ স্বপ্ন দেখে আগের মতো কেন্দ্র দখল করে ভোট চুরি করবে, চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোনো ভোট কেন্দ্রে কেউ ভোট ডাকাতি করতে পারবেনা।


ভুলইন দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রবিউল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দূন নূর, সাবেক আমীর মাওলানা এইচ. এম নুরুল্লাহ,  সেক্রেটারি মুহাম্মদ ইমাম হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা মফিজুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সাবেক অফিস সম্পাদক মাওলানা আব্দুল মোতালেব, বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নঈম উদ্দিন সিদ্দিকী, ভুলইন উত্তর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ।

জেলার খবর এর আরও খবর: