সরাইলে অনুষ্ঠিত হয়েছে মাদক ও দাঙ্গা বিরোধী সেমিনার ও র‍্যালি

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন   |   জেলার খবর

সরাইলে অনুষ্ঠিত হয়েছে  মাদক ও দাঙ্গা বিরোধী সেমিনার ও র‍্যালি

মোজাম্মেল পাঠান (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক ও দাঙ্গা বিরোধী সেমিনার  অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা রিসোর্ট সেন্টারে হৃদয়ে আলোকিত সরাইল ও বিপ্লবী উল্লাসকর দত্ত স্মৃতি পরিষদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বিপ্লবী উল্লাসকর দত্ত স্মৃতি পরিষদের আহবায়ক আহাম্মদ হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হৃদয়ে আলোকিত সরাইল এর আহবায়ক ও বিপ্লবী উল্লাসকর দত্ত স্মৃতি পরিষদের সদস্য সচিব মোঃ মোজাম্মেল পাঠান।  প্রধান অতিথির বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ পারভেজ আলম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বাবু সঞ্জীব কুমার দেবনাথ, বাবু দেবদাস সিংহ রায়, প্রভাষক মোঃ দুলাল মিয়া, আবজাল হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, সাবেক সভাপতি মোঃ আয়ুব খান মাস্টার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রহমান শাহীন, মানবিক ব্যাক্তি রফিকুল ইসলাম, সাংবাদিক এসকে ইউসুফ, মাহবুবুর রহমান খন্দকার ও রিমন খান প্রমুখ।


জেলার খবর এর আরও খবর: