১৯৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি'কে গ্রেফতার করেছে র্যাব-৪
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০৮:৪৪ অপরাহ্ন | আইন-আদালত-অপরাধ

মোঃ শামীম আহমেদ (আশুলিয়া, ঢাকা) :
র্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার সহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর ২০২৩ তারিখে সকালে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন মজিদপুর কাঁঠাল বাগান এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপ সহ মোঃ নাগর হোসেন (২৮) ও মোঃ জুয়েল মোল্লা (৩৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়া সহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।