সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস আগুনে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

 প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন   |   জেলার খবর

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস আগুনে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াত ইসলামীর নির্বাচনী অফিস আগুনে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের জামতৈল গ্রামে অবস্থিত ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় শনিবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ এবং জামায়াত ইসলামীর নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা ইউসুফ আলী জানান, অন্যান্য নির্বাচনী অফিসের পাশাপাশি জামতৈল গ্রামের এই অফিসেও নিয়মিত কার্যক্রম চলছিলো। কিন্তু হঠাৎ করে শুক্রবার দিবাগত রাতে তিন পাশের বেড়া ও আসবাবপত্রগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

জামায়াত আমীর জানান, আমাদের বন্ধু প্রতীম সংগঠনের কিছু ব্যক্তিরা নির্বাচনে হুমকি ধামকি এবং নির্বাচনে কার্যক্রম পরিচালনা যেন না করতে পারি, আমরা কেউ যেন ভোট না চাইতে পারি, কেন্দ্রে যেন অবস্থান না করতে পারি, ভোট কেন্দ্রে যেন এজেন্ট না থাকতে পারে- এজন্য যা করা দরকার তারা তা করছেন। এরই অংশ হিসেবে তারা আমাদের নির্বাচনী অফিস জ্বালিয়ে দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আগুনের ঘটনার তথ্য নিশ্চিত করে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, সহকারি পুলিশ সুপারের নেতৃত্বে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা আল মামুন জানান, জামতৈল গ্রামে জামায়াত ইসলামীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ায় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে। নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া সম্পূর্ণভাবে আচরণবিধি লঙ্ঘন। এখানে যতগুলো রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন সবাইকে সতর্ক করা হয়েছে যেন কোন ভাবে নির্বাচনী আচরণবিথি লঙ্ঘন করা না হয়। নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে রিপোর্ট করা হবে এবং এই ঘটনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


জেলার খবর এর আরও খবর: