ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রচারণা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন: মাহদী আমিন
প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন | রাজনীতি
একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন, যা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন- এমন দাবি করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মাহদী আমিন জানান, জানমাল দিয়ে একটি প্রতীককে জয়ী করা ঈমানী দায়িত্ব এমন বক্তব্য এবং ধর্মের ব্যাখ্যা দিয়ে নির্বাচনের প্রচারণা চালানো সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন।মাহদী আমিন নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেন, একটি দল থেকে যেসব এনআইডি সংগ্রহ করা হয়ে গেছে, সেগুলো ব্যবহার করে আর্থিক সুবিধার প্রলোভন দেয়া হতে পারে ভোটারদের।আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হতে হবে জানিয়ে এই বিএনপি নেতা আরও বলেন, নির্বাচনী ইতিহাসের দিকে তাকালে ছোটোখাটো অনেক ঘটনা হয়ে থাকে। বিএনপি কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড সমর্থন করে না।
