পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের  খুলনা অঞ্চলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন। এছাড়া, অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তর ছাড়াও ব্যবসা উন্নয়ন এবং গ্রাহক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন এবং ব্যবসা সম্প্রসারণের জন্য দলবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: