ক্যাশিয়ার এন্ড আন্ডাররাইটারদের প্রশিক্ষণ দিল প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য
প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানির সার্ভিসিং সেল-এ কর্মরত ক্যাশিয়ার ও অবলিখন কর্মকর্তাদের মধ্য হতে ৪৪ জনকে নিয়ে ডিসেম্বর ১৪ ও ১৫, ২০২৪ তারিখে কোম্পানির প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী দ্বিতীয় পর্বের ‘বেসিক ট্রেনিং কোর্স ফর ক্যাশিয়ার এন্ড আন্ডাররাইটার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির প্রশিক্ষণ বিভাগের ইনচার্জ মাওলানা এ বি এম সাইফুল ইসলামের পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইদুল আমিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন শহীদ সোহরাওয়ারদী, অবলিখন বিভাগীয় প্রধান মোঃ আবদুল করিম, মানবসম্পদ ও সংস্থাপন বিভাগের ইনচার্জ মোঃ গাজিউর রহমান বখতিয়ার, চিফ ফিন্যান্সিয়াল অফিসার সাখাওয়াত হোসেন, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের ইনচার্জ মোহাম্মদ আফসার উদ্দিন ভুঁঞা, এ্যাকচুয়ারি রিয়াজ আহমেদ চৌধুরী, পলিসি একাউন্টস ম্যানেজার মোঃ আবদুল মান্নান এবং আইসিটি বিভাগের প্রধান মোঃ সাইফুল্লাহ আল মামুন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।