কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক কারেন্ট জাল উদ্ধার, আটক ১

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন   |   সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক কারেন্ট জাল উদ্ধার, আটক ১


কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন এলাকায় বিজিবির পৃথক অভিযানে ৬ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক, নিষিদ্ধ কারেন্ট জাল ও চোরাচালানী পণ্য উদ্ধার হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে। শুক্রবার বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে গত বৃহস্পতিবার ভোরে আলিনগর-ইসলামপুর সীমান্ত এলাকায় টহল দল ১১০ কেজি ভারতীয় কারেন্ট জাল উদ্ধার করে। একইদিন দুপুরে ধলা মাঠ এলাকা থেকে একটি ভারতীয় ষাঁড় আটক করা হয়।এছাড়া গত বুধবার সন্ধ্যায় চল্লিশপাড়া মাঠে অভিযান চালিয়ে মো. ক্যাপ্টেন নামে এক যুবককে ২ বোতল ভারতীয় মদসহ আটক করে বিজিবি। একই রাতে ঠোটারপাড়া সীমান্ত এলাকা থেকে ৬ বোতল ভারতীয় মদ, ২ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৫০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে বিজিবি জানায়, এসব অভিযানে উদ্ধার হওয়া মাদক, কারেন্ট জাল ও চোরাচালানী পণ্যের সর্বমোট সিজার মূল্য ৬ লাখ ৭১ হাজার ২০০ টাকা। আটককৃত আসামিকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত গরু কাস্টমসে জমা এবং মাদক ও জাল ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে।

 

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।ভবিষ্যতেও চোরাকারবারী আটক সহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সারাদেশ এর আরও খবর: