শীতার্ত ওয়ার্ডবাসীদের জন্য কম্বল বিতরন : দোআ চেয়েছেন আরকান শরীফ

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯, ১০:৫৩ অপরাহ্ন   |   জনদুর্ভোগ

শীতার্ত ওয়ার্ডবাসীদের জন্য কম্বল বিতরন : দোআ চেয়েছেন আরকান শরীফ


সুদুর প্রবাসে থেকেও প্রতিবেশীদের কষ্ট বোঝেন বেজড়ার সন্তান মোঃ আরকান শরীফ। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দীয় কমিটির সহ-সভাপতি। রিয়াদ মহানগর যুবলীগ এর সাধরন সম্পাদক।

গতকাল বেজড়া ভাটরা জসিমুনেছা উচ্চ বিদ্যালয় এর হল রুমে বেজড়া, ভাটরা, দিস্তাল, গোপালপুর (সাবেক ২ নং ওয়ার্ড) এর ১৩০ জন শীতার্তদের মাঝে মোঃ আরকান শরীফ এর নিজস্ব তহবিল থেকে কম্বল বিতরণ করা হয়। খান্দারপাড়া ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ সাব্বির খান এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।  

খান্দারপাড়া ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ সাব্বির খান বলেন, আরকান শরীফ এর মতো সব  বিত্তবান ও প্রবাসীরা জনসেবায় এবং এলাকার জনহিতকর কাজে এগিয়ে আসলে আমরা আরো উন্নত জনপদ গঠন করতে পারব।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য, মোঃ মিটু শরীফ সদস্য, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মিলন মোল্ল্যা, ইউনিয়ন আওয়ামীলীগ এর লিটু ভুইয়া, লাচ্চু মুন্সী, বাসু মুন্সী, সাহানাজ মুন্সী, ইয়ার খান, আবু কালাম খান,  বেজড়া ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মোঃ বাচ্চু শরীফসহ আরো অনেকে।

উল্লেখ্য আরকান শরীফ সকল গ্রামবাসীর কাছে দোয়া চেয়েছেন।

জনদুর্ভোগ এর আরও খবর: