কোহলির কাছে রোনালদোই সর্বকালের সেরা
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৯:২৭ অপরাহ্ন | খেলাধুলা

ফুটবলে তার অর্জনের খাতা পরিপূর্ণ। দেশকেও জিতিয়েছেন আন্তর্জাতিক শিরোপা (ইউরো)। কিন্তু প্রতিটি ফুটবলারেরই তো সবচেয়ে বড় স্বপ্নটা ওই বিশ্বকাপ ঘিরে। ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তির হাতে সোনালি ট্রফিটি কতই না সুন্দর মানাতো!
কিন্তু হলো না। মরক্কোর কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই ভাঙলো পর্তুগালের বিশ্বকাপ স্বপ্ন। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী তারকা। এবারই হয়তো শেষ বিশ্বকাপ। রোনালদোর তবে আর জেতা হলো না!
ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলি মনে করেন না, রোনালদোর মতো ফুটবলারকে বর্ণনা করতে কোনো ট্রফি বা শিরোপার দরকার আছে। তার চোখে রোনালদো সর্বকালের সেরাই থাকবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রোনালদোকে নিয়ে করা এক পোস্টে কোহলি লিখেছেন, ‘তুমি এই খেলার জন্য এবং বিশ্বজুড়ে খেলার সমর্থকদের জন্য যা করেছো, তাতে কোনো ট্রফি বা শিরোপা না পাওয়া তোমার কাছ থেকে কিছু কেড়ে নেবে না। তোমার খেলা দেখে আমিসহ বিশ্বের অনেকে যা অনুভব করে, তার প্রভাব কোনো শিরোপা বর্ণনা করতে পারবে না। এটা সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া উপহার।
একজন ব্যক্তির জন্য একটি সত্যিকারের আশীর্বাদ, যে প্রতিবার তার হৃদয় দিয়ে খেলে। কঠোর পরিশ্রম, আত্মনিবেদন এবং যেকোনো ক্রীড়াবিদদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা তুমি। আমার কাছে তুমিই সর্বকালের সেরা।’