পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী।
অনুষ্ঠানে বক্তারা বীমা গ্রাহকদের সেবার মান উন্নয়ন, দাবি নিষ্পত্তির গতি বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিক অগ্রগতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বিভিন্ন শাখা ও অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পপুলার লাইফ ইনস্যুরেন্স দীর্ঘদিন ধরে দেশের বীমা খাতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। গ্রাহক আস্থা ধরে রাখতে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে দাবী নিষ্পত্তি ও সেবা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
