কুষ্টিয়ায় জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন | জেলার খবর
কুষ্টিয়া উপজেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় চিংড়িতে জেলি মেশানোয় (বিষাক্ত অপদ্রব্য) মাছের দুই আড়ৎ ও চার মাছ ব্যবসায়ীকে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর। এসময় ছয় ব্যবসায়ীর কাছে থেকে ২৭ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে শহরের পৌর বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলি মিশিয়ে চিংড়ি মাছ বিক্রির দায়ে মেসার্স মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডার নামে দুই মৎস্য আড়ৎতদার,প্রতিজনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া খুচরা বিক্রেতা পাতু মাছের দোকান, রাজু মাছের দোকান ও মনোয়ার মাছের দোকান এই তিনজনকে প্রতি জন ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ পৌর মাছ বাজার পরিদর্শনে গিয়ে আমরা দেখতে পাই চিংড়ি মাছের ওজন বাড়ানোর জন্য জেলি ঢুকিয়ে কিছু অসাধু ব্যবসায়ী তা বিক্রি করছে। এই জেলিযুক্ত মাছ খেলে পাকস্থলী, কিডনির রোগসহ শরীরে নানা জটিলতার সৃষ্টি হতে পারে। এইসব কর্মকাণ্ড চরম প্রতারণা।জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি বলেও মনে করেন এই কর্মকর্তা।তাই অভিযান পরিচালনা করে তাদের ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
এসময় কুষ্টিয়া সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
