নিম্মচাপের প্রভাবে পটুয়াখালীতে টানা বৃষ্টিপাত
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫০ অপরাহ্ন | জনদুর্ভোগ

সুনান বিন মাহাবুব (পটুয়াখালী ) : নিম্মচাপের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি হচ্ছে। সোমবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর বৃষ্টি শুরু হয়েছে। একটানা প্রবল বর্ষণে পটুয়াখালীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো চলছে।
পটুয়াখালী আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর সকাল থেকে সাগরে সৃষ্ট নিম্মচাপের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি অব্যাহত রয়েছে। ১৩ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত প্রায় ১১২.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্মচাপের প্রভাবে কুয়াকাটা সমুদ্রসৈকত উত্তাল রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে সমুদ্রসৈকত এলাকার।
তবে উপকূলীয় এলাকায় এখনো বাতাসের চাপ কিংবা নদ-নদীর পানির অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়নি। কিছু কিছু এলাকায় জোয়ারে পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টির প্রভাবে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সকাল থেকে খেটে খাওয়া মানুষ বেকায়দায় পড়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।