রূপসা উপজেলার শ্রীরামপুর বাঁধ ঝুঁকির মধ্যে
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০১:০৬ পূর্বাহ্ন | জনদুর্ভোগ

মোঃ মোশারেফ হোসেন (খুলনা) :
রূপসা উপজেলার শ্রীরামপুর বাঁধ ভাঙ্গন কবলিত এলাকা নিয়ে উপজেলা প্রশাসনের কোন মাথাব্যথা নেই। আতঙ্কে রয়েছে শত শত বিঘা জমির চাষিরা। বহু প্রতীক্ষার পর আজ কিছুটা কাজ দেখা গেল। তবে তা উল্লেখযোগ্য নয়। নৈহাটি ইউনিয়ন পরিষদের উন্নয়ন খাত থেকে ৫ লাখ টাকা বাঁধ মেরামতের জন্য দেওয়া হয়েছে। সেই টাকার জিও ব্যাগ (বালু বস্তা) দিয়ে ভাঙ্গন প্রতিরোধের কাজ বুধবার ৭সেপ্টেম্বর সকাল থেকে শুরু হয়েছে। ঝুঁকির মধ্যে রয়েছে এই বাঁধটি।
যেকোনো সময় প্লাবিত হয়ে যেতে পারে এই ফসলী জমিটি। কৃষকরা হাজারো চেষ্টা করে বাঁধ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন দপ্তরে ধন্যা দিয়েও কোন কুল কিনারা পাচ্ছে না তারা। শ্রীরামপুর এলাকার বাসিন্দা জেলা আওয়ামী লীগের সদস্য, সমাজসেবক জাহাঙ্গীর হোসেন মুকুলের নেতৃত্বে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ মেরামতের কাজ করে আসছে।
সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের একাধিক কর্মকর্তারা সরোজমিন পরিদর্শন করলেও আশ্বাসের বাণী শুধু পেয়েছে। বাস্তবায়ন কিছুই পায় নাই। কথা গুলো ক্ষোভে, দুঃখে স্থানীয় চাষীরা বলেন। শ্রীরামপুর ভেড়িবাঁধের এই বাঁধ ধসে গেলে ঐতিহ্যবাহী শ্রীরামপুর বিলের ৭০০ একর জমি পানিতে প্লাবিত হবে এবং ফসলী জমি নষ্ট হয়ে কৃষকরা পথে বসবে বলে একাধীক চাষী জানান। আঠারোবেকী নদীর পশ্চিম পাড়ে সরকারি জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। ইটভাটার ডাস্ট ফেলে নদী ভরাট করে ফেলছে। নদী দখল করে এসকল ইটভাটা গড়ে তোলায় আজ নদীর পূর্বপাশে (শ্রীরামপুর) ভাঙ্গন শুরু হয়েছে। সরকারী জমির উপরে স্বেচ্ছায় খাল কেটে চাষীরা ভাঙ্গন প্রতিরোধ করার চেষ্টা করলেও অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে চলছে বিভিন্ন আলোচনা- সমালোচনা। জন্ম দিয়েছে বিভিন্ন কথার।বাঁধ মেরামতে উপজেলা প্রশাসন আজ পর্যন্ত কোন সহযোগিতা করে নাই বলেও স্থানীয়রা জানায়। জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধে যে চেষ্টা চলছে তা দেখতে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গির হোসেন মুকুল, নৈহাটী ইউনিয়ন চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, ইউপি সদস্য আসাফুর মোড়ল, আঃ রাজ্জাক শেখ, শ্রীরামপুর পানি ব্যবস্থপনা সমবায় সমিতি এলজিইডি সভাপতি আ: রউফ কোরাইশী, সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম বাবু, মো ইলিয়াস শেখ, প্রভাষক ওয়াহিদুজ্জামান, প্রশান্ত দে, কামরুল ইসলাম শান্ত, মো. দাউদ আলী, আ: হামিদ শেখ ভাষানী, মোহর আলী, এমএম ওসমান গনিসহ বিলের চাষীরা।