নির্দিষ্ট নেতাকেন্দ্রিক রাজনীতি নয়, ধানের শীষকেই সামনে রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন | জেলার খবর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বিএনপি একটি জনগণ-কেন্দ্রিক দল। তাই কোনো নির্দিষ্ট নেতা বা মনোনয়নপ্রার্থীর চারপাশে বিভক্ত না হয়ে ধানের শীষকে সামনে রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, নেতা-কেন্দ্রিক রাজনীতি করলে দল দুর্বল হয়, ভোটাররা বিভ্রান্ত হয় এবং শেষ পর্যন্ত ঐক্যের ক্ষতি হয়।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের আস্থা পুনর্গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য জনগণের সঙ্গে সরাসরি যুক্ত হতে হবে এবং বোঝাতে হবে—বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে তাদের জীবনে কীভাবে ইতিবাচক পরিবর্তন আনবে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও জলবায়ু পরিবর্তনের মতো প্রতিদিনের জীবনের গুরুত্বপূর্ণ খাতে উন্নয়ন ঘটানো হবে বিএনপি’র রাষ্ট্র মেরামতের ৩১ দফার মাধ্যমে।
তিনি আরও বলেন, দলীয় শক্তি ও ঐক্য বজায় রাখার জন্য ধানের শীষকেই আমাদের রাজনীতির মূল লক্ষ্য হতে হবে। জনগণের আস্থা অর্জন করাই প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব। তাদের বাস্তব সমস্যার সমাধানের পথ দেখাতে হবে এবং ধানের শীষকে বিজয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।