হামজা কঠিন কিছু দাবি করেননি: তাবিথ আউয়াল

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪২ অপরাহ্ন   |   খেলাধুলা

হামজা কঠিন কিছু দাবি করেননি: তাবিথ আউয়াল

ধারণা করা হয়েছিল ইংলিশ লিগের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশে খেলতে এলে প্রতি ম্যাচেই বড় অঙ্কের টাকা খরচ করতে হবে। এশিয়ান কাপের বাছাই খেলতে ভারতে যেতে হবে, ঢাকায় খেলতে আসতে হবে, সিংগাপুর যেতে হবে, হংকং যেতে হবে। তিন বার বাংলাদেশে আসতে হবে। প্রত্যেক ম্যাচে কারা হামজার নিয়মিত সফরসঙ্গী হবেন, সেই সংখ্যাটা কত। তাদের খরচও বহন করতে হবে কি না। প্রতি ম্যাচেই যদি সব খরচ বাফুফেকে বহন করতে হয়, তাহলে তো হামজাকে খেলাতে গিয়ে শেষ পর্যন্ত বাফুফেকে না হাতি পালার মতো পরিস্থিতিতে পড়তে হয়। এমনটা হলে এক-দুইটা ম্যাচ পর হামজার প্রতি বাফুফে অনাগ্রহী হয়ে পড়ে কি না-এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, 'আমাদের দায়িত্ব শুধু হামজা চৌধুরীর আমাদের বাধ্যবাধকতা হামজা চৌধুরীকে নিয়ে। হামজার ব্যক্তিগত সব চিমন্ড অ্যান্ড রিলেয়ারম্যান্টস রয়েছে, ফুলফিল করবো। এর বাইরে কিছু না।'  এর বাইরে যদি আরে বেশি কিছু করতে হয়ে, তাহলে তো হাতি পালার মতো হয়ে  যাবে। তাবিথ বলেন, 'অবশ্যই হাতি পালার মতোই হয়ে যাবে। আমি বলে রাখি হামজা কঠিন কিছু ডিমান্ড করছেন না।'

তিনি বলেন, 'প্রকৃতপক্ষে হামজার মূল উদ্দেশ্য হচ্ছে-হামজা বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চান। বিশ্বকে দেখাতে চান বাংলাদেশের ন্যাশনাল টিমও ভালো খেলতে পারে। প্রকৃতপক্ষে বাংলাদেশের হয়ে খেলার জন্য হামজা খুবই এক্সাইটেড। আমি মনে করি না কোনো ডিমান্ড, কোনো ইস্যুজ, কোনো রিকুয়েরম্যান্ট আসবে যেটা আমাদের দুই পক্ষকেই (বাফুফে এবং হামজা চৌধুরী) কষ্ট দেবে।'

ফেনীর দাগনভূঁইয়ার আলিয়াপুর গ্রামের ছেলে তাবিথ আউয়াল পড়াশুনা করেছেন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে। লন্ডনে হামজা চৌধুরীর সঙ্গে কথা বলতে নিলে তাবিথ বলেন, 'হামজার মতো আমি সিলেটি ভাষা পারি না কিন্তু হামজা পুরোপুরি সিলেটি ভাষা পারে। ও যখন কথা বলছিল আমি বুঝতে পারিনি। যে কথাগুলো বুঝতে পারিনি সেগুলো ইংরেজিতে বলেছিলাম।'



খেলাধুলা এর আরও খবর: