সিত্রাংয়ের প্রভাবে পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ১১:০৪ অপরাহ্ন   |   জনদুর্ভোগ

সিত্রাংয়ের প্রভাবে পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত

সুনান বিন মাহাবুব (পটুয়াখালী) :


ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। সকাল থেকে জেলায় ক্রমশ ঝড়বৃষ্টির তীব্রতা বেড়েছে । পটুয়াখালীর উপকূলের নিম্নাঞ্চল এলাকা স্বাভাবিক জোয়ারের পানির তুলনায় ২-৩ ফুট বেশি পানিতে তলিয়েছ। সোমবার সকাল থেকে লোকজন ঘর থেকে বের হতে পারছে না টানা ঝড়বৃষ্টির কারণে।


স্বেচ্ছাসেবী জাহিদ হাসান জানান, গ্রাম অঞ্চলের বেশিরভাগ  ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে আশ্রয় কেন্দ্রে যেতে পারছে না। পটুয়াখালীর দুমকি, কলাপাড়া, রাঙ্গাবালীর বেশিরভাগ নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। প্রবল ঝড়ের কারনে কিছু অঞ্চলে গাছ উপরে পরেছে। ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।


জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন,  ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।  জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার ২৬টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বহুতল ভবনগুলোও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া গৃহপালিত প্রাণীর জন্যও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগের সময় ২ লাখ ২৭ হাজার ৫শ নগদ টাকা এবং ৩শ মেট্রিক টন চাল মজুদ রয়েছে। এছাড়া সরকারের কাছ থেকে ২৫ লাখ নগদ অর্থ এবং ২০ হাজার প্যাকেট শুকনা খাবার সরকারের কাছে চাহিদাপত্র দাখিল করা হয়েছে। তিনি আরও বলেছেন, ঘূর্ণিঝড়-পরবর্তী জরুরি সেবা দেওয়ার জন্য ৭২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।



জনদুর্ভোগ এর আরও খবর: