শুধু মেসিতেই আটকে থাকতে চায় না নেদারল্যান্ডস

 প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ০১:৩০ অপরাহ্ন   |   খেলাধুলা

শুধু মেসিতেই আটকে থাকতে চায় না নেদারল্যান্ডস


আর্জেন্টিনা মানেই এখন অনেকের কাছে শুধুই লিওনেল মেসি। আলবিসেলেস্তে অধিনায়ক এই বিশ্বকাপে আছেন দুর্দান্ত ফর্মে।



যেকোনো দলের রক্ষণের জন্যই তিনি আতঙ্কের এক নাম। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা।  

এর আগে ডাচদের রক্ষণের নেতা ভার্জিল ভ্যান ডাইক কথা বলেছেন মেসিকে নিয়ে। তিনি জানিয়েছেন, শুধু আর্জেন্টাইন তারকার দিকেই আটকে রাখতে চান না তাদের নজর। ডাইক বলেছেন, ‘এটা আমি বা নেদারল্যান্ডসের বিপক্ষে মেসি না। লড়াইটা হবে আর্জেন্টিনার সঙ্গে নেদারল্যান্ডসের। ’


‘আমি চিন্তিত না। কিন্তু আর্জেন্টিনা ম্যাচে যা করতে পারে, এ ব্যাপারে সতর্ক আছি। তারা দুর্দান্ত একটা দল। ম্যাচে আমাদের সব বিভাগেই ভালো করতে হবে। ’ মেসির সঙ্গে আগেও কয়েকবার খেলার অভিজ্ঞতা আছে ডাইকের। ওই অভিজ্ঞতা থেকে জানেন, কোথায় ভয়ঙ্কর হতে পারেন তিনি।  


এ নিয়ে ডাইক বলেছেন, ‘তার কঠিন ব্যাপার হচ্ছে যখন আমরা আক্রমণে থাকি, সে তখন কোনো এক কোণায় ঠাণ্ডা হয়ে দাঁড়িয়ে থাকবে অথবা এমনকিছু। আপনাকে তীক্ষ্ম থাকতে হবে রক্ষণে সংগঠিত হওয়ার ব্যাপারে। আর্জেন্টিনা সবসময় মেসির দিকে তাকিয়ে থাকবে প্রতি আক্রমণ কঠিন করার চেষ্টার জন্য। ’


নিজের দলের পারফরম্যান্স নিয়ে ডাইক বলেছেন, ‘আমরা এটাও মনে করি যে শেষ ম্যাচে আমাদের খেলা আরও ভালো হওয়ার দরকার ছিল। সবাই পরিপূর্ণতাবাদী আর আরেকটু ভালো পারফর্ম করতে পারতাম। কিন্তু সুন্দর ব্যাপার হচ্ছে আমরা প্রতিযোগিতায় আছি আর কোয়ার্টার ফাইনালে খেলছি। ’





খেলাধুলা এর আরও খবর: