শীতার্ত পথশিশু ও অসহায়ের জন্য কম্বল বিতরন করলো চ্যালেঞ্জার বিডি টিম

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০২০, ০৪:০৪ অপরাহ্ন   |   জনদুর্ভোগ

শীতার্ত পথশিশু ও অসহায়ের  জন্য কম্বল বিতরন করলো চ্যালেঞ্জার বিডি টিম

শীতার্ত পথশিশু ও অসহায়ের  জন্য কম্বল বিতরন করলো চ্যালেঞ্জার বিডি টিম।  বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চ্যালেঞ্জার বিডি টিম এর এডমিন  আসলাম খান সাকিক।  ধানমন্ডি এলাকায় বেশ কিছু জায়গায় কম্বল ও শীত বস্ত্র  বিতরণ করা হয়েছে। শুধু ঢাকাতে নয়,  এরপর থেকে সারা বাংলাদেশের প্রতিটি এলাকায় অসহায় ও পথশিশুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে চ্যালেঞ্জার বিডি টিম।


জনদুর্ভোগ এর আরও খবর: