যীশুর নামে দুই দিনের প্রার্থনা

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন   |   ভিন্ন খবর

যীশুর নামে দুই দিনের প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি  : 


বিল্ডিং ফর হিম চার্চ বাংলাদেশ ও স্যালভেশ টু অল নেশনের উদ্দোগ্যে অক্টোবর দুই দিনের ২৪ও ২৫ এক আত্মিক উদ্দীপনা সভা বরিশালের আগৈলঝাড়া থানার নাঘিরপার চার্চে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত  প্রায় ৮ হাজার যীশু প্রেমিকে আসেন এই দুইদিন ব্যাপী থাকা খাওয়া সুব্যবস্থায় সবাই মুখরিত পরিবেশ লাভ করেন।  উক্ত আত্মিক উদ্দীপনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মারত্তি কালেরভো এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাষ্টর অরি এনসিয় তালজা সহ দেশের শীর্য স্থানীয় খ্রীষ্টিয়ান নেতৃবর্গ। উক্ত খ্রিষ্ট ধর্মীয় সভাটি পরিচালনা করেন পাষ্টর প্রভুদান বাড়ৈ এবং পাষ্টর ষ্টিফেন বিশ্বাস সহ আরও অনেক স্থানীয় নের্তৃবর্গ।

উক্ত সভায় দেশের ও বিদেশের হাজার ও খ্রীষ্টভক্ত একত্রিত হয়ে দেশের মঙ্গল, শান্তি সহ বিভিন্ন অসুস্থ্য-পীড়িত ব্যক্তিদের জন্য আরোগ্যলাভের প্রার্থনা করা হয়।

ভিন্ন খবর এর আরও খবর: